সাবিনা ইয়াছমিন
অধ্যক্ষ
নিজামউদ্দিন ডিগ্রী কলেজ
শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে। অজানাকে জানা ও অদেখাকে দেখতে উৎসাহ জোগায় । তাই শিক্ষা লাভ করা প্রত্যেক নর-নারীর অবশ্য প্রয়োজনীয় । এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এক অনবদ্য সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকে। যে কথা আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের জন্য আরো প্রযোজ্য।
এমনই এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নিজাম উদ্দিন ডিগ্রি কলেজ। দেশের জনগণকে দক্ষ জনসম্পদে পরিণত করার প্রত্যয় নিয়েই ১৯৭২ খ্রিস্টাব্দে এটি গড়ে তুলেছিলেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ। সেই থেকে এটি একটি আদর্শ মানুষ গড়ার কেন্দ্র হিসেবে দক্ষিণ বাংলায় সুপরিচিত হয়ে উঠেছে।
শুধু পঠন-পাঠনের মধ্যেই এ প্রতিষ্ঠানের কার্যক্রম সীমাবদ্ধ নয় বরং সহপাঠেও পুরোমাত্রায় যত্নবান। তাইতো প্রতিবছরই একঝাঁক মেধাবী মুখ এখান থেকে যুক্ত হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। যার কৃতিত্ব এ প্রতিষ্ঠানের গুণী শিক্ষকবৃন্দেরই প্রাপ্য। সকলের অংশগ্রহণ ও সহযোগীতার মাধ্যমে এগিয়ে যাক এ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি সেই প্রত্যাশা রইলো।